
কী এবং কেন?
ইসলামী সাহিত্য আসর একটি দাওয়াহ্ প্রতিষ্ঠান। ইসলামের দাওয়াত সাহিত্যের মাধ্যমে যুব-কিশোরদের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য।
সমাজ আজ ব্যধিগ্রস্থ। মাদকের কালো ছায়া যেমন শরীরকে রোগাক্রান্ত করছে তেমনি অন্তরকে রোগাক্রান্ত করছে নাস্তিকতা, ধর্ম নিরপেক্ষতা। যুবক ও কিশোররাই একসময় সমাজের তথাপি রাষ্ট্রের কন্ঠস্বরে রূপ নেয়। তাদেরকে ঘিরেই আমাদের শত পরিকল্পনা। যেমন পরিকল্পনা ছিল ইমাম গাজালি (রহ)’র।
এই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ইসলামী সাহিত্য আসর যাত্রা শুরু করে।
